চারদিক শব্দহীন শুনশান
থেমে গেছে পাখিদের কলতান
প্রজাপতিগুলো আজ দিচ্ছেনা দেখা
সঙ্গীহীন আমি বসে আছি একা ।
তুমি চলে গেলে কেন
আমায় একা করে বহু দূরে
চলে গেলে কন অজানায়
ভূল বোঝার ছলে ।
মনের নীরবতা যাচ্ছে বেড়ে
তুমি হীনা মনের প্রান্তরে
নির্বাক ছলছল দু’চোখে
চেয়ে আছি আঁকাশের ওই পানে ।
এভাবেই চলছে দিন
বাড়ছে আমাদের ব্যাবধান
পুরোনো সেই স্মৃতি গুলো
খুজে বেড়াই খুলে অবিধান ।
চলে এসো প্রিয় তুমি
আবার আমার কাছে ফিরে
অভিমান করে তুমি
থেকোনা আর বহু দূরে ।
(মোট পড়েছেন 209 জন, আজ 1 জন)
শর্টলিংকঃ
ওয়াও! আপনার কবিতা দিন দিন চোখা হচ্ছে :Girl-Teasing:
চোখা মানে কী আফা? :Overjoy:
তাই নাকি ? তাহলে সাবধানে থাইকেন, খোঁচা লেগে ব্যাথা পেতে পারেন । :Be-Happy:
:Tounge-Out: